পড়ন্ত বিকেল
32 total views
পড়ন্ত বিকেল
-ভাস্কর পাল
স্তব্ধ স্তব্ধ মুহূর্ত সব
বন্দি হলো কলম খাতায়
স্বপ্নরা আজ বাঁধলো বাসা
দিনের শেষে চোখের পাতায়।
রৌদ্র মাখা ক্লান্ত দিবস
অপেক্ষায় গুনছে সময়
নিশি রাতের কোমলতায়
পরশ মিলবে চোখের কোণায়।
বৈকালে সেই বকুলতলে
মধুর ছায়ায় নিদ্রা নামে
পথিকরা সব বাড়ি ফেরে
সাড়া দিনের কর্ম সেড়ে।
মৃদু বাতাস বয়ে চলে
পাখিরা তখন গৃহ ফেরে
পড়ন্ত বিকেলের রবি তখন
পশ্চিম পানে ঘুমের ঘোরে।
Subscribe
Login
0 Comments