পতিতার হাসি
পতিতার হাসি
হাকিকুর রহমান
পতিতার হাসি
আঁধার, অন্ধগলির হাসি
তীর্যক, ক্রুঢ় হাসি
আর্তনাদপূর্ণ, বেদনার্ত হাসি
বিক্রুদ্ধ, ক্রোধ জড়ানো হাসি
শানিত, নির্মম হাসি।
আবেগহীন, ভালোবাসাহীন হাসি
জঠর জ্বালাতে ক্ষুধার্ত সেই হাসি
বিবেকের দ্বারে নগ্ন পায়ে, লাথি মারা সেই হাসি
নিশুতি রাতের কান্না জড়ারো সেই হাসি।
কেইবা আছে, সেই হাসি বুঝিবার
সমাজের কালো হাতগুলো
রুদ্ধ করে রেখেছে সেই দ্বার।
রাতের আনাগোনা
দিনের বেলাতে, সেই পথ করে পরিহার
ইচ্ছে করেই, কেড়ে নিয়েছে তার সব অধিকার
বেঁচে থেকেও, জীবনের কাছে
মেনে নিয়েছে সে হার।
Subscribe
Login
0 Comments
Oldest