পদতলে
![]()
পদতলে
-ভাস্কর পাল
থাকিনু তোমার চরণও যুগলে লুটায় মম প্রাণ
তোমারও পদতলে দিও মোরে কেবল স্থান।
নির্ভয়ে অর্পণ করি জীবনের সুপ্ত বার্তা গুলি
তুমি কেবল শুনিও সময় লয়ে সুপ্ত গল্প খানি।
স্তব্ধতা এনো ঠোঁটের কোণেতে শিথিল হয়ে বসে-
আমি চাহিবো তোমা মুখপানে, চাতক পাখির বেশে।
শক্তি মোর অতি অল্প, তুমি দিও কিছু ধার
সকল যুদ্ধে থেকো পাশে, হয়ে আমার ঢাল।
বৃষ্টি হলে ধরতে দিও আমার চোখের জল
মাধবীলতায় সাজিয়ে দেবো তোমার খোঁপার তল।
সুযোগ দিও আমায় তুমি সাজাতে তোমার চরণ
নতুন পুষ্পে তোমায় আমি প্রত্যহ করিব বরণ।
রক্ত জবার লাল রঙেতে চরণ দেবো সাজায়ে-
তোমারে করিব পুজ্জিত আমি, শঙ্খ ধ্বনি বাজায়ে।
ক্লান্ত দিবার বাতাস হয়ে দলবো তোমার কেশ
কপলতলে চুলের মেলায় দেখবো নতুন বেশ।
অন্ধ রাতের ছন্দ হয়ে আসবো তোমার কাছেতে
পায়ের সেই নূপুর ধ্বনি বাজবে তোমার কানেতে।
পদতলে কেবল দিও ঠাই আর কিছু নাহি চাই
তোমারও চরণও সেবায় আমি অমৃত সুখ পাই।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)