পরিচিত
258 total views
ভালোবাসা শব্দটার উপর যেমন আগুন তেমন আকাশ
ভালোবাসার আগুন মাঝে মাঝে বের করে আনলে
মানুষ উলঙ্গ ,
একটা সমাজ দীর্ঘ আকাশের সূর্যের তেজে পুড়তে থাকে
তোমার ছায়াটা ক্রমশ দিনের শেষ ছোট
আরও ছোট ,
সূর্য ডুবে গেলে সারা আকাশ তখন স্নেহদের কবলে
তুমি ঢুকে পরো আমার ভিতর
ঘুমিয়ে পরো।
.
ভালোবাসা জেগে আছে মনে করে সবাই
আসলে আমাদের মতো ভালোবাসা ঘুমিয়ে মানুষের বুকে
কেউ নাড়িয়ে দিলে ঘুম ভাঙে
তবু চোখে ঘুম লেগে থাকে
ঘুমের চোখে ভালোবাসার কালো শরীরে আলো জ্বলে
কালো ,সে তো অন্ধকারেও থাকে।
.
ভালোবাসা পরিণত হতে হতে একটা গাছ মাথায় হাত দিয়ে দাঁড়ায়
একটা টলটলে দীঘির উপরে দুর্ভিক্ষ ছায়া ফেলে
দুটো ঘর পূর্ণ হয়
দুটো ঘরে দুটো লোকের গল্প ঘুমোয়,
আসলে এই গল্পগুলো মানুষের পরিচিত হলেও
কেউ বলে না
কারণ গল্পের সাথে মানুষ একলা বাঁচে না
বাঁচে একলা।
.
.