পাখিদের পাঠশালা ছোটোদের কবিতা
পাখিদের পাঠশালা ছোটোদের কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
ভোরের পাখি, ওঠে ডাকি,
সকাল হয়ে আসে।
বনবাদাড়ে, ঝোপে ঝাড়ে,
বনটিয়া বসে ঘাসে।
রোজ সকালে, সকাল হলেই,
আমার বাড়ীর কাছে,
ময়না, চড়াই, শালিকপাখি,
লেজটি তুলে নাচে।
সকাল হলেই, কাক ডাকে,
আমড়া গাছের ডালে,
কখনো দেখি, ফিঙে পাখি,
নাচছে তালে তালে।
পায়রাগুলো দল বেঁধে সব,
ঘোরে সারা উঠোনময়,
খুঁটে খুঁটে ধান খায়, শুধু
বক্-বকম্ শব্দ হয়।
খাঁচায় বন্দী, চন্দনা পাখি,
করুণ কণ্ঠে গায়,
ময়না চড়ুই, ঝগড়া করে,
ঘরের বারান্দায়।
আমের গাছে, কোকিল গাহে,
মিঠে কুহু কুহু স্বরে,
পুকুরপাড়ে বক বসেছে,
আকাশে চিলেরা ওড়ে।
ভর দুপুরে পানকৌড়ি,
ঘোলাজলে দেয় ডুব,
কোথাও ডাকে ঘুঘু পাখি,
ডাকে কুবো কুব কুব।
সন্ধ্যাবেলায় বাদুড় ওড়ে,
পাখিরা বাসায় ফেরে,
রাতের বেলায় পেঁচা ডাকে,
বাবলা গাছের আড়ে।