প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি আমার জনকের নাম ভুলে যেতে চাই;
একেবারে সুগন্ধ বিহীন, চেকার্ড বৃত্ত-শূন‍্য হয়ে ঠিক কেন্দ্রে
এক টুকরো মৃত্তিকার পরে উবু হয়ে পড়ে আছে সারাটি জীবন,
এক দুঃখ বিলাসী।

এই দশাহীন দুঃখ-বিলাসিতার
অদৃশ্য এক সুতায় ঝুলে আছি আমি একেবারে চিৎ হয়ে
এতটা জীবন মৃত্তিকা ও শূন‍্যের মাঝামাঝি কোথাও,
আরেক হতাশাবাদী নিভৃতচারি;

শত কষ্ট করেও মৃত্তিকা ছুঁতে পারিনি,
হাজার চেষ্টায়ও স্বপ্ন-চাঁদের নাগাল পাইনি কোনমতে।
কেননা, আমিতো একেবারে শূন্য-জাত এক শূন‍্য-উৎপাদক!

আমি যার জনক, সেওতো অনুরূপ সংগাহীনতার এক স্বপ্ন-ঘাতক!
আমারই লেগাসীর আরেক অদৃশ‍্য সুতায় ঝুলে আছে
একেবারেই শুরু থেকে; সংগাহীনতার দশায়
সুগন্ধ বিহীন অবর্ণের এক ছন্নছাড়া জীবনের বেড়ে ওঠা আর কি!

সেও কি তবে তার জনকের নাম ভুলে যেতে চায়!
কেননা, সেও তো নিয়েছে এই আজব চরাচরের অভিজ্ঞতার পাঠ-
নীল রক্ত আর চেকার্ড বিত্ত ছাড়া সবই শূন‍্য;
শুন‍্য প্লাস শূন‍্য তো শূন‍্যই থেকে যায়।

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 123Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।