প্রার্থনা
প্রার্থনা
হাকিকুর রহমান
কৃপা মাগি তব।
তোমারি এই পৃথিবীতে কিছু যেন করে যেতে পারি
জীবনকে উৎসর্গ করি প্রয়োজনে তারি।
নশ্বর দেহটি রহিবে পড়ে এই ধরাধামে
কৃীতি শুধু রহিবে অক্ষয়,
যদি কিছু করি তোমারি নামে।
মিছে মায়া, মিছে কায়া, মিছে এই জগৎ সংসার
আজ চলে গেলে কালকে দু’দিন,
কিছুদিন রবে শুধু হাহাকার।
থাকিতে সময়, নাহি করে অপচয়
তোমারি বাঁধানো পথটাকে ধরি
পথ হোক বন্ধুর, পাড়ি দিতে হবে তাহা
আর তার তরে, নিজেকে তৈরি করি।
Subscribe
Login
0 Comments
Oldest