প্রেম খেলা
194 total views
একটি হৃদয় কি ক্ষণে ক্ষণে প্রেমে পড়ে
প্রেম খেলা বুঝি এভাবেই হয়
কবির লেখা কবিতা কি
একজন কে নিয়ে লেখা !
কল্পনায় নানান কিছু ভেবে সে লিখে ফেলে প্রেমের গান
অনুমান করে নেওয়া স্বভাবগত দিক থেকে দুজনেই সৃষ্টিশীল
তাই তো প্রেমে পড়ে একে অপরের
মাঝে মাঝে মনে হয় শূন্যস্থান হয়ে গেছে হৃদয়ে
পূরণ করা ভীষণ দরকার
প্রেম নিয়ে খেলা করা কি যায়
দিনের শেষে সে কি প্রেম খেলায় মগ্ন
হারিয়ে ফেলেছে সে তার ভালোবাসাকে অচিরে ।
Subscribe
Login
0 Comments