বাসন্তিক
300 total views
বাসন্তিক
এই বসন্তে পলাশ হবো,
মালা হয়ে দুলবো গলাই,
হয়ত বা কেউ কুড়িয়ে নিয়ে
আনমনে তার গুজবে খোঁপায়।
কিংবা আবির হতেই পারি,
সবার রঙে রঙ মেশাতে
মুখে গালে মাখিয়ে দেবে
আলতো ক্ষণিক ছোঁয়াতে।
হতেই পারি দখিন হাওয়া,
বন্ধ ভাঙার ছন্দে মাতন,
উড়িয়ে নেবো রঙ্গিনতা
বিবর্ণতার টুটবে বাঁধন।
না হয় আমি কোকিল হবো,
কুহুতানে ছড়িয়ে সুর
ভরিয়ে দেবো লালচে বিকেল,
পুকুরপাড়ের স্তব্ধ দুপুর।
আসব আমি এই বসন্তে,
নিল দিগন্তে ঐ লাগবে আগুন,
ফুল ফুটিয়ে সুর ছুটিয়ে
রাঙিয়ে দেবো ছইত্র-ফাগুন ।।
—- শুভময়
Subscribe
Login
0 Comments