বাবা
তোমার হাত ধরে,স্মৃতি ঝরে ঝরে,
সুখ স্মৃতি ঝরে বিস্মৃতি,
তোমায় হারিয়ে,কবরে দাঁড়িয়ে,
ফুল যেন হারিয়েছে বৃতি।
কত কত হাসি,হয়ে গেলো ফাঁসি,
তোমায় হারিয়ে সব মেকি,
সয়নে-স্বপনে, তোমারে গোপনে,
হাসি দিলে,তাই আমি দেখি।
তোমার কথা,মায়ার লতা,
ভুলিতে নাহি আমি পারি,
উঠিলে সব মনে,যত করি পণে,
চোখে জল আসে শুধু জাড়ি।
কবরেতে গিয়ে,ফাঁকি মোরে দিয়ে,
আছো কী তুমি বাবা সুখে?
যদি আমি জানি,তুমি সুখগামী,
ভুলব সব,যত থাকি দুখে।
ওহে মহান,বাবা মোর জোয়ান,
কেঁড়ে নিলে বয়স না হতে,
স্বর্গ করো দান,ওহে মহান,
চালাও মোরে সঠিক পথে।
Subscribe
Login
0 Comments
Oldest