বিসর্জনের পূর্বাভাস
নিথর দেহ ছাড়িয়া গেলাম,
হস্ত পাতিয়া নিও।
এ জীবনে আর নাহি ফিরিয়া আসিবো,
অন্যত্র সম্মতি দিও।
উজান গাঙে ভাঙ্গা তরীখানি,
হাঁকিয়া উঠিছে ডাক।
এইবার মোরে যাইতে হবে,
দিয়ো না গো অভিশাপ।
সমস্তই তোমার তরে রাখিয়া গিয়াছি,
অনিদ্রা সঙ্গে লয়ে।
অন্তত এইটুকু মোরে লইতে বাঁধা,
দিয়ো না গো বলি অনুনয়ে।
যদি কোনদিন কোন কারণে,
পড়ি গো তোমার মনে।
কাঞ্চন দিঘির শাপলা পানে,
চাহিয়া রইয়ো আনমনে।
সযত্নে রাখিও কাঁসার বাটিটি,
ও মোর প্রিয়া।
আদর ভরিয়া দিও
কভু আসে যদি এ হিয়া
___
সাহিত্যবার্তা/মে ৩১, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
Subscribe
Login
0 Comments
Oldest