বৃক্ষ নিধন
বৃক্ষ নিধন
হাকিকুর রহমান
বৃক্ষ হইতে পড়িল শাখাটি পথে,
শাখাটি কাঁদিয়া কহে, ওহে মাতা
তব সুখ কি নিহিত, ইহাতে।
বৃক্ষ হাস্য করিয়া কহে, ওহে বৎসে
হইয়োনা ইহাতে অধীর,
তোমারে তো করেছি দান, মনুষ্যকুলের তরে
আশীর্বাদ করি হও তুমি কর্মবীর।
আরও রয়েছে এতো যে উপাদেয় ফল-
ভক্ষণে তাহারা তৃপ্ত হইলে,
তাহাতেই আমি সফল।
শাখাটি সকলই বোঝে,
নীরবে রহিয়া তবু খোঁজে-
হায়রে প্রকৃত সুখ!
তবুও কেন তাহারা
সুযোগ পাইলেই
বৃক্ষকে নিধন করিতে উন্মুখ?
Subscribe
Login
0 Comments
Oldest