বৈশাখ
বৈশাখ
-ভাস্কর পাল
কাটছে বছর সময় চলছে বয়ে
চৈত্র কেটে বৈশাখ আসে নতুন সুরে
বসন্তের শেষে নতুন ঋতু এসেছে
বাতাসে বাতাসে গ্রীষ্মের সাড়া পড়েছে।
নবীনের আহবানে প্রকৃতি মেতেছে
নব নব ফুলে-ফলে বৈশাখ এসেছে।
এলো হে বৈশাখ নবীনের সূচনাতে
মনে মনে বৈশাখী ছন্দ সাড়া ফেলেছে।
বৈশাখ মানে পুরাতনের হয় ইতি
বৈশাখ মানে উৎসবে মাতে বাঙালি
পুরাতনের সমাপ্তি ঘটিয়ে আসে হে
বৈশাখ আসে যে এক নববর্ষ নিয়ে।
সমাপ্তি ঘটে নতুনেরঅ একদিন
কাটে এক বৈশাখ, আসে এক নবীন।
Subscribe
Login
0 Comments
Oldest