ভাই ও ফোঁটা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ভাই ও ফোঁটা
কলমে-সুব্রত পন্ডিত
সংকলন- প্রেমের ভোরাই(দ্বিতীয় খন্ড)

বাবা মা’র কাছে তুই আর আমি সমান সমান।
ভাই ফোঁটা তিথিটি হলো আজ বড় মধুর মহান।

শত ব্যস্ততার ফাঁকে পরস্পরকে জানাই সম্মান।
বছরের এই দিনে চাপা পড়ে কতো অভিমান।

দূরে বা কাছে নেই তফাৎ, এটাই রক্তের টান।
সংস্কার গুলিতো মহান, তবু আজ খান খান।

ফোঁটা দিবো, সাধ্যমতো কতো করেছি আয়োজন।
কি দরকার ছিলো, ভাবাটা ভুল, আছে প্রয়োজন।

আজ সবই ভালোবাসার পুনঃ পুনঃ নিবেদন।
সময় চলে যাবে, স্মৃতিগুলি রয়ে যাবে আমরণ।

কপালে লাগাবো ফোঁটা, বার্তা সম্পর্কের বাঁধন।
চন্দন নয়, ভাবিও রাজ তিলক, এঁকেছে আপন।

বিপদে পাশে রবই, অঙ্গীকারের হবেনা ভাঙন।
তিথি আজ স্মরণীয়, ছোট্টো বেলার আলিঙ্গন।

সমাজে ভাঙন, বিকৃতি মনন, রক্ষাকবচ আইন।
ধিক ধিক, আঁধারের, কেনইবা বিশ্বাসের হরণ।

সম্পদ সম্পত্তি বাটয়ারা, লোভ আসল কারন?
ফোঁটা নয় হবে দাগ। ভাবো! তিথিটি করছে বারণ।

এঁটো কাঁটা নিজেই তুলি, মনকে করি সচেতন।
যমকে কাঁটা। ফোঁটা দিয়ে ভাইকে করিনু বরণ।

আনন্দের সাথেই ভাই ফোঁটা দিবস করি স্মরণ।
সমাজে মাটির মানুষের ভীষণ ভীষণ প্রয়োজন।

শুভ সৎ বুদ্ধি- চিন্তা – স্বাস্থ্য দিও প্রভু ধরি চরণ।
ভয় ডর নয়, উচ্চ শির, অন্যায় কে করব দমন।
আগামীর মা হয়ে শেখাবো ফোঁটা দেবার কারন।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 37Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।