ভাঙ্গা হৃদয়
হৃদয় ভেঙে গেছে
পাখির ডানার মতো
কাকে ভালোলাগে বেশি
আর কাকেই বা ভালোবাসি
জানিনা কিছু – বলিনা কিছু।
নিদারুণ অসহায় দিন যায় চলে
আগামী পথের দিকে চেয়ে।
ভাঙ্গা হৃদয় নিয়ে সভ্যতার হাতে
মরুভূমির বালি উপহার পায়
আজ এই শ্রাবণের সন্ধ্যা রাত্রে।
Subscribe
Login
0 Comments
Oldest