ভালোবাসা তোমায় দিতে চাই
এ ভালোবাসা তোমায় দিতে চাই
নক্ষত্রের জল রাত্রির স্নিগ্ধতার নিকটে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখতে পাই যেন আজীবনের জন্য ;
শুনেছি সেদিন তুমি কেঁদে ছিলে কি কারণে?
কারণটা অজানায় থাক বহু মাইলের মতো করে
কিংবা শঙ্খচিলের ডানা বেয়ে নেমে আসুক বেদনার নীল প্রহর গুলো , তবুও আমি ভালোবাসা লিখে যাবো প্রতিটি শহরের দেওয়ালের মানচিত্রে।
তোমাকে পাওয়ার জন্যে সকল ভালোবাসা
যদি কোনদিন তোমাকে হারিয়ে ফেলে অভাবের তাগিদে , তবে মনে রেখো আমি ভালোবেসেছিলাম শুধু তোমাকেই
দ্বিতীয় কোনো নারী কে নয়।
আমাদের পরিচয় কিভাবে হয়েছিল !
কিন্তু তাঁর আগেই বিচ্ছেদ ঘটেছিল একটা সামান্য সরল কারণেই জন্য
সেটা কিন্তু ভুল ছিল না কখনোই
এভাবে আরো বেশি দূরত্ব
ঠিক আরো বেশি অভিনয়।
একটি সামান্য শুকনো পাতা ঝরে গেল আমার অসম্পূর্ণ জীবনের ডায়েরির পাতা থেকে
এখন কয়েকটি জীর্ণ পাতা পড়ে আছে সেখানে।