ভ্রম
108 total views
ওই সব ভুল যাদের পোষাকি নাম ভ্রম
ওই সব ভুল যাদের ভেতরের নাম ক্রম
আসলে ততখানি ভুল উদ্দেশ্য নিয়ে হয়নি ঘটানো
যতটা মনে করি আমরা, বিভ্রান্ত বিষম ।
প্রতিটি ভ্রম আসলে একেকটা ভ্রমণের পথ
ওই সব ভ্রম ক্রমে ক্রমে ঠিকে পৌঁছনোর গত
ওই সব ভুল কখনো ভুল করেও নিজেদের উদ্দেশ্য ভোলে না
ক্রমে ক্রমে এ গন্তব্য ও গন্তব্য ঘুরিয়ে ফিরিয়ে অভিজ্ঞতার হাত ধরে সঠিক গন্তব্যে নিয়ে যায় ওই সব ভ্রম,
যারা প্রকৃত ঠিক দেখানোর ক্ষেত্রে নিশ্চয় সৎ।
ভ্রমের ছলে আলাপপরিচয় ছাড়িয়ে মানুষের গোলমেলে মানচিত্র চেনা হয়ে যায়
তারপরেও তাকে কি করে বলি ভুল, হায়!
এমন বিভ্রান্তি থেকে বাঁচার কি আছে উপায়?
Subscribe
Login
0 Comments