মাটি মানুষ
![]()
মাটি মানুষ
কলমে-সুব্রত পন্ডিত
সংকলন- শূন্যর শূন্যস্থান (প্রথম খন্ড)
দেখো, সুন্দর মাটির প্রতিমা।
মাটির উপর সাজানো সিনেমা।
মাটিতে লুকিয়ে সর্ব চাবি।
পরে সবাই মাটি খাবি।
টাকা মাটি? মাটি টাকা?
মাটি থাকলে ঋণে টাকা।
মাটির বাটি, মাটির হাঁড়ি।
মাটির কলসি, মাটির ভাঁড়।
নকশা করা মাটির পুতুল।
ভালো মাটিতে নিত্য চটুল।
মাটির বাড়ি, মাটির বাঁধ।
মাটির থেকে দেখা চাঁদ।
মাটির রাস্তা, মাটিতে চাষ।
মাটির প্রদীপ, মাটি বিশ্বাস।
মাটি নষ্ট করে লাভ হলো?
যা! সবই মাটি হয়ে গেল!
খালি পায়ে মাটিতে হাঁটা।
মাটিতে হজম বিষ, কাঁটা।
মাটির ভেতর টানেল সদ্য।
অনেক জীবের মাটি খাদ্য।
মাটির ভেতর বসবাস।
মাটি দিয়েই চাষবাস।
মাটি নিয়ে রেষারেষি।
মাটির তরে দর কষাকষি।
হচ্ছে মাটি বেচা কেনা।
মাটি হবে শেষ বিছানা।
ছোট্ট বেলা মাটিতে দাগ আঁকা।
মাটি না থাকলে পরিচয় ফাঁকা।
আহা! উনি মাটির মানুষ।
মাটি রক্ষায় ফিরেছে হুঁশ।
খাঁটি কথা, ভেবোনা মাটি।
আন্দোলন- বাঁচাও মাটি।
মাটির দূষণ রোধে, অভিযান।
মাটিতে গড়ুক, সুস্থ বাসস্থান।
মাটিকে মা ডাকি, অধম সন্তান।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)