মাতৃরূপে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

 

মুখে বুলি ফোটার পর ঠিক প্রথম যে শব্দটি বলে ওঠে ছোট্ট একটি শিশু..

অথবা যে নামের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সর্বসুখ…

কিংবা যে উপমার মধ্যে দিয়ে স্বয়ংসম্পূর্ণা হয়ে ওঠে একজন নারী….

আবার শুধুমাত্র যা না হতে পারার দরুন না চাইতে ও কত নারী কে চলে যেতে হয়েছে অন্ধকারে…

 

হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি ই হলেন ‘মা’।

 

তারা স্বার্থহীন, তারা নির্লোভ,

তারা গুনী, তারা জ্ঞানী,তারা দুর্লভ।

তারা সাহসী, তারা প্রতিবাদী,

সমাজ স্বার্থে তারাই আবার দিন দরদী।

 

কখনো তারা এভারেস্ট শিখরে, কখনো মহাকাশে,,

কখনো তারা ক্রিকেট মাঠে, কখনো তারা সংসারে; গৃহিণীর অবকাশে!

0

Publication author

offline 10 months

গুড্ডু

0
আমি সমীর মন্ডল আমি আশুতোষ কলেজের প্রানীবিদ্যা বিভাগের প্রথমবর্ষের একজন ছাত্র ছোট্ট বেলা থেকেই আমার আগ্ৰহ লেখালেখির। সহজ সরল অনাড়ম্বর ভাষায় বিশ্বাসী আমি, তাই সবাই যাতে লেখা পড়ে সহজেই বোধগম্য করতে পারে তাই আমার লক্ষ্য। আশা করি আমার লেখা আপনাদের ভালো লাগবে।
Comments: 0Publics: 9Registration: 29-06-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।