ময়ূরাক্ষী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি তখন, ক্লাস ইলেভেন

উল্কি দিয়ে, ওর নাম লিখেছিলাম হাতে;

ময়ূরাক্ষী…

অনভ্যস্ত শাড়িতে, ওর অগোছালো রূপ

আমাকে বাউল করেছিলো;

সেই প্রথম ভালোলাগা, ভালোলাগার বন্ধুত্ব

আমার প্রথম প্রেম ৷

স্কুল থেকে, প্রায়ই একসাথে বাড়ি ফিরতাম;

ফাল্গুনে, শিমূল হাতে নিয়ে;

শ্রাবণে, বৃষ্টিস্নাত হয়ে;

ভিজে যাওয়া ইউনিফর্মে, দুজন দুজনকে

বড় হতে দেখেছি;

ঠিক পরের বসন্তে, পলাশ এসেছিল-আমাদের মনে,

আরও আপন হয়েছিলাম, দুজন-দুজনার ৷

মনে আছে, এক জৈষ্ঠের প্রখর রোদের মধ্যে

দুজনে হেঁটে ছিলাম, বহুদূর পর্যন্ত

গল্প করতে করতে, মাটির পথ ধরে;

বিষয়বস্তু লাগতো না, থাকতো-

শুধুই কথা বলা, অনর্গল;

যেমন তৃষ্ণা মেটায় পাখি, তার চঞ্চুতে জল মেখে;

যেমন পরাগ গায়ে মেখে প্রজাপতি ওড়ে,

কাঞ্চন থেকে কামিনী;

যেমন ঝর্নার জল এসে মেশে,

নরম নদীতে, সম্পৃক্ত হয় অলক্ষ্যে;

আমি তেমনই, সম্পৃক্ত হতাম, মনে-প্রাণে;

মনের সমস্ত কুঠির, ছিদ্র, প্রকষ্ট, তনুকনা গুলি

ভরে উঠতো, কানায়-কানায় ৷

সম্পর্কের অস্তরাগে, একবার তাল কেটেছিল-উপনয়ন;

সেদিন, শত ব্লেডের দাগ টেনেছিলাম,

বা হাতের পাতায়;

আর সেই রক্ত দিয়ে, লিখেছিলাম-লেফাফা,

আমাকে ভুল বোঝনা, মৌ-

রক্তের রঙ যবে, হলুদ হয়ে যাবে;

ততদিন আমি, তোমার অপেক্ষায় থাকবো ৷

রক্তের রঙ যবে, কালো হয়ে যাবে;

সেদিনও আমি, তোমার অপেক্ষায় থাকবো ৷

 

আজ বহুদিন পর, যখন ঐ প্রগতি সংঘের

মাঠে বসে, সেকথা ভাবি;

যেখানে বহুবার, এসে বসেছিলাম,

ঐ ঝাউগাছটার নিচে;

ওর হাতে হাত রেখে, ওর গায়ের গন্ধ মেখে;

এখন সেখানেও, প্রত্যেক দিনের মতো

সন্ধ্যা নামে, ত্রিফলা জ্বেলে;

একা বসে থাকি…

শুধু জলন্ত সিগারেটের ছাই, ভারী হয়ে ঝরে পড়ে;

আর একলা সময়, হারিয়ে যায় অদূর অন্ধকারে ৷৷

0

Publication author

offline 1 year

সুজিত

2
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে