যেরকম করে থাকো তুমি, মাছেদের ঘরে।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি চলে গেলে
কিছু মাত্র পরিবর্তন হবে না।
মাঠে, মাঠে হলুদ ঝিঙে ফুল,
তখনও ফুটে থাকবে।
তোমার চোখের থেকে লুকিয়ে,
ঝরে পড়বে, মাটির উপরে।
অনেকদিন পরে, মাটি থেকে তুলে নিয়ে,
ভাববে, কবে যেন, ঝরে গেছে?
চলে গেলে, মনে পড়বে?
পুকুরের ধারে, নোয়ানো সরবনে,
কেমন করে, আটকে থাকা,
চকচকে মৌরালা মাছ-এর,
রৌদ্দুরের আভা লেগে,
দূরে চোখ আটকায়, সাদা বকের।
উড়ে এসে, তুলে নিয়ে যায় মাছ,
এখন বসে আছি, এমনই একদিন!
বসে আছি, তবুও জানলে না?
আমাকে জানবে না কোনদিন,
আবার নিভে যাব, না জানার অভিমানে,
প্রতিটা দিন, এমনি থাকি ঘিরে।
ঘিরে থাকতে ভালো লাগে,
নাম কিছু একটা দিও তবে,
প্রেম, ভালোবাসা বা তাও নয় কিছু,
যেরকম করে থাকো, তুমি মাছেদের ঘরে।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।