অন্ধ সমাজ
সময় স্রোত যাচ্ছে বয়ে,
ব্যস্ততার এই শহর জুড়ে।
পাশ কাটিয়ে ছুটছে সবাই,
কে-বা চায় কার পানে।
অট্টালিকা শহর জুড়ে,
ক্ষুধার্তরা পাইনা খেতে!
রঙিন বাতির এ-ই শহরে,
লক্ষ জীবন অন্ধকারে।
পৃথিবী না-কি এগিয়েছে খুব,
উচ্চ মহল আজও চুপ।
শিশুর জন্ম রাস্তার পাশে,
কুকুর ঘুমায় রাজ মহলে!
আলেমরা আজ কারাবন্দী,
চোরের সঙ্গে রাজার সন্ধি।
শিক্ষা শুধুই লোক দেখানো,
জ্ঞানী গুণীদের জবান বন্ধ।
নাস্তিকেরা আজ বইয়ের পাতায়,
সানাই বাজে তালাক নামায়।
শিকল বুঝি মানুষের গলায়,
বানরের দল সমাজ চালায়।
Subscribe
Login
2 Comments
Oldest