সময়ের রোনাজারি
272 total views
তোমায় না দেখা প্রত্যেকটা বিনিদ্র রজনী
সময়ের রন্ধ্রে জানিয়েছে আকুল মিনতি
নিশ্চল মুহূর্তে গতি সঞ্চারে ভাবাবেগ
ক্রমাগত কড়জোড় করেছে রোনাজারি।
স্মৃতিবদ্ধ মায়াজালে দূরত্ব কেবল এক সীমারেখা
ভালোবাসার প্রয়োজনে প্রিয়জন হতে তবে ক্ষতি কি
আমন্ত্রণে উত্তীর্ণ হব প্রতীক্ষার যত পরীক্ষা
অবগত আছে প্রতিটি মুহূর্ত এক স্বপ্নীল জীবন এখনো আছে বাকি!!!!
Subscribe
Login
0 Comments