সাদা কাগজ
আমার হৃদয়ের সাদা কাগজে
শুধু তোমারই নাম লেখা।
আমার সকল ভাবনার চোখে
জোনাকির নীল আলো ভরা।
তুমি আছো কল্পনার আকাশে
সকাল-সন্ধ্যা আমারই হৃদয়ের
সাদা কাগজে; নীলাকাশ
স্বপ্ন ভরা মেঘে মেঘে।
কখনো বৃষ্টি ঝরে এখানে
আমার মনের ছোট্ট ঘরে।
সাদা কাগজে লেখা সকল কবিতা
একে একে উড়ে যায় তোমার মনের
ভালোবাসার ঘরে;প্রেম:
এতো শুধু প্রেমেরই বাতাবরণ।
সাদা কাগজ শুধু প্রেমেরই কথা বলে
তুমি আছো সান্ত্বনার মননে।
১০/০৭/২১
Subscribe
Login
0 Comments
Oldest