সূর্যের সপ্তম ঘোড়া
এক এবং একমাত্র চেনা অগ্নিকুন্ড সূর্যেরই কাছে
অনন্ত সম্ভাবনার সমস্ত রকমের হদিস রয়েছে।
তাঁর রথটি টানে সাত সাতটি তেজী অশ্ব বেগবান
তাদের মিলিত জোরে অক্লান্ত রথ সদা আগুয়ান
প্রতিটি ঘোড়া পরস্পরের সঙ্গে বাঁধা সাপ দিয়ে
রশ্মির গতি সর্পিল তা বোঝানো এমন ভাবেই
প্রতিটি অপূর্ব অশ্বের নাম অসামান্য একেকটি ছন্দ
সাতটি ঘোড়া চিরকালীন বহু কিছুরই চিহ্ন, নেই ধন্দ।
গায়ত্রী, ব্রহতি, উষ্ণিক, জাগতি, ত্রিষ্টুপ, অনুষ্টুপ ও শেষে পংক্তি
খোলে সুন্দরের একেকটি দিক, প্রত্যেকেরই
অপূর্ব গতি।
সবচেয়ে ছোট ঘোড়াটি ভবিষ্যতি আশার প্রতীক
আলোকিত আগামীকালে আমাদের নিয়ে যাবে ঠিক।
অতীত সম্পূর্ণ সুখের নয়, অনেকটাই কষ্ট দিয়ে মোড়া
তা সত্বেও শেষ কথা নয় দুঃখের আগুনে দিনরাত পোড়া
রবির কনিষ্ঠ অশ্ব নিষ্কলঙ্ক সাদা, জীবনের পরিসরে জোরে দৌড়ায়
খূরে খূরে গ্লানি উড়িয়ে ভবিষ্যে পৌঁছে দেবে পংক্তি, সপ্তম ঘোড়া।