সেই শুভ্র সুন্দরে
মোরা বাঁচতে চাই সে দেশে-
যেথায় শশীর জ্যোৎস্না ধারায়
মনপাখি যে কোথায় হারায়;
যেথায় পাপের কৃষ্ণছায়ায়
নাহি গো মাড়ে জনের মায়ায় ।
যেথায় আপনি নিষ্পাপো মনো
আছে কি কোনো ধ্যান পণো;
যেথায় নাহি গো অস্ত্র ঝনো;
নাহি আছে গো জমিন গণো ।
যেথায় নাহি গো মায়ের কাঁদন
নাহি গো বোনের আত্মদহন;
যেথায় শুধু খুশির বদন
ভাইয়ে ভাইয়ে আত্মকথন ।
যেথায় মানব সবাই নবিন
উদ্যম যার মনের লভিন;
যেথায় সেই সোনার হরিণ
বিশ্বাস যার নামের বরিণ ।
যেথায় নাহি বিচারের আলয়
দরকার নেই কারার বলয়;
মানবের মন হয় যে মালয় ।
প্রজাপতির আলোক চলয়
সেথায় মোরা স্বপ্ন ভেসে হারিয়ে যাবো মনান্তরে;
সবাই মিলে রঙিন হেসে বাঁচিবো এ শুভ্র সুন্দরে ।
টিকা :
১. মনো = মন, ২.পণো = পণ ,৩. ঝনো = ঝনঝনানি ,৪.গণো = গণনা , পরিমাপ ,৫.বরিণ = বর্ণ, ৬.লভিন = লাভ করতে চায় ,৭. মালয় = হিমালয় ,৮. চলয় = চলা