হারিয়ে গেছে..

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

হারিয়ে গেছে..!
সুমিত

হারিয়ে গেছে সকালবেলার পাখির কলতান
হারিয়ে গেছে আঁধার রাতের ঝিঁ ঝিঁ পোকার ডাক
হারিয়ে গেছে পূব আকাশের সিঁদুর রাঙা মেঘ
হারিয়ে গেছে অট্টালিকায় সবুজ ধানের ক্ষেত

হারিয়ে গেছে তোমার আমার স্বপ্নের ছোট বেলা
হারিয়ে গেছে স্কুলের ওই টিফিন চুরির খেলা
হারিয়ে গেছে অলস দুপুর রোদ্দুরের চাদরে
হারিয়ে গেছে ভাত ঘুম আজ যন্ত্রের আদরে

হারিয়ে গেছে আঁকা বাঁকা ধূলো ভরা সেই পথ
হারিয়ে গেছে হারিকেন জ্বালানো গরুর গাড়ির রথ
হারিয়ে গেছে হাফপ্যান্ট আর ধূলোমাখা সেই পা
হারিয়ে গেছে আলো আঁধারি আমাদের সেই গাঁ

হারিয়ে গেছে বন্ধুবান্ধব ও পরিবারের ভালোবাসা
হারিয়ে গেছে প্রতিবেশী আর অতিথি পাখিরা
হারিয়ে গেছে সন্ধ্যা প্রদীপ সভ্যতারি মাঝে
হারিয়ে গেছে চাঁদের আলো আমাবস্যার সাজে

হারিয়ে গেছে ছুটির সেই ঢং ঢং আওয়াজ
হারিয়ে গেছে আমাদের সেই প্রিয় অবকাশ
হারিয়ে গেছে গোধূলি বেলায় রাখালের বাঁশি
হারিয়ে গেছে বৃষ্টির সেই ঝমঝম কলরাশি

হারিয়ে গেছে দাদু দিদার কোন এক রাজার কাহিনী
হারিয়ে গেছে বন্ধুদের ওই ঘুড়ি দৌড় বাহিনী
হারিয়ে গেছে কেরোসিনের আলো আঁধারি গপ্প
হারিয়ে গেছে রেডিওর সুর আর মায়ের ডাক’ওগো’

হারিয়ে গেছে আমাদের সেই প্রিয় মানবতা
হারিয়ে গেছে সভ্যতার কোনে আমাদের সরলতা
হারিয়ে গেছে তোমার আমার প্রিয় মাতৃভাষা
হারিয়ে গেছে বৃদ্ধ বাবা মায়ের একমাত্র আশা

হারিয়ে গেছে সব‌ই যা কিছু ছিল প্রিয়..
তারপর ও আমরা মানুষ, মানবতা সবচেয়ে প্রিয়।

#মন_সায়রের_পারে

0

Publication author

1
"এ শহরের বুকের মধ্যে ইটের ভাটা।
মিহি রোদ্দুর ছিনিয়ে নেয় প্রান।।"

~ মন সায়রে..
Comments: 0Publics: 35Registration: 21-08-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।