আকুলতা
আকুলতা- রুদ্র কাওসার
তোমার মনের মহা-সাগরের,দ্বিধা নামের হিমশৈল সরিয়ে,পারো না আমাকে ভালোবাসতে?শুধু একবার এই তপ্ত সাহারায়,তোমার পবিত্র পায়ের নুপুরের,ঝংকারে কম্পিত হোক পাণ!শুধু একবার এই অতৃপ্ত আঙিনায়,তোমার পদচিহ্ন এঁকে দাওসুদীর্ঘ জীবনের কল্পিত পথে!শুধু একবার ফিরে এসো,এই গৃহহীন বাউলের আস্তানায়,মান অভিমান ভুলে শুধু একবার,তোমাকে চাই এই শুষ্ক মরুদিগন্তে,শুধু একবার ফিরে এসো স্বপ্ন,আমার মনের সুপ্রশস্ত প্রান্তরে,নিঃসঙ্গ এক মুসাফিরের মন,হারিয়ে গেছে স্বপ্নের সাহারায়,তোমাকে ভেবে ছুটে গেছে,দুরের ওই যাত্রাফিরি ঝর্নার বুকে,দেখেছে কঠিন শিলা পাহাড়ের প্রেম!কি মধুর প্রেমের ঘনঘটা,কি আত্মিক বাঁধনে ওরা,প্রকৃতির কোলে ঠাঁই দাঁড়িয়ে,তোমাকে খুব জানতে ইচ্ছে করে,তোমার হৃদয় কি ওই পাহাড়েরের,চেয়েও কঠিন কোন শব্দের নাম?নাকি তুমি ঝর্ণার পানির চেয়েও,আরও তরল আরও সুক্ষ্ম বিন্দু! যা আমি স্পর্শ করতে পারিনা?শুধু কল্পনার আকাশের চাঁদ হয়ে,আজন্ম কাল ওই নক্ষত্রের বুকে,অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা?আর কত দিন আর কত রাত,প্রেম যমুনার তীরে কামনার,খেয়া বেয়ে যাবো এই পথে?