আমাকে যত্ন নিয়ে ঘুমাতে না তুমি সারারাত
ছোট্টো বেলায় হাতটি ধরে চলা শেখাতো কে খাবার সময় ছুটে বেড়ানোই আদর করতো কে প্রস্রাব খানি আমিতো জানি তোমার কাছে ছিল শুধুই পানি আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি আমাকে যত্ন নিয়ে ঘুমাতে না তুমি সারারাত আলতো হাত বুলিয়ে মাথায় রাখতে হাত সেই রাত ছিল নিঝুম ভাঙতো তোমার কাঁচা ঘুম উঠে ঘুম ঘুম চোখে সারাদিন শুধু কাজ মাগো খুব মনে পড়ে আজ আমার জন্যে মাগো দিলে কোরবানী আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি ছোট্টো বেলায় হাতটি ধরে চলা শেখাতো কে খাবার সময় ছুটে বেড়ানোই আদর করতো কে প্রস্রাব খানি আমিতো জানি তোমার কাছে ছিল শুধুই পানি আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি জানি তোমার চিন্তা যত আমাকে ঘিরে ছুটে যায় ওই আকাশের নীলিমায় তোমার মুখখানি দেখি আমি চিরদিনি তুমি হলে মাগো আমার প্রথম স্কুল ক্ষমা করো যদি কোন হয় দোষ ভুল তুমি বিনে দুচোখে চোখেরপানি আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি ছোট্টো বেলায় হাতটি ধরে চলা শেখাতো কে খাবার সময় ছুটে বেড়ানোই আদর করতো কে প্রস্রাব খানি আমিতো জানি তোমার কাছে ছিল শুধুই পানি আমার ক্লেসে সারাদিন শেষে হত না তোমার কোনো গ্লানি
Subscribe
Login
0 Comments
Oldest