আমিই সে (মধ্যরাত ২৫শে মার্চ ১৯৭১)
আমি
নির্বাসন চাইনি
আমাকে মৃত্যু দাও
কষ্ট জমেছে বেড়েছে দায়,
দায়ের ভারে পরদেশে বন্দি কারাবাসে;
আমি কারাবাস চাইনি, আমাকে মুক্তি দাও।
এতটুকুই
ছিলো দোষ
চেয়েছি মানুষের সুখ
জীবন তবুও করেনি ক্ষমা,
মুক্তির আন্দোলনে রক্তাক্ত কতো বুক;
পায়নি আলো মুক্তিকামী নিপীড়িত মানুষের চোখ।
জননী
জন্মভূমির টানে
দেশপ্রেমীরা একাত্ম প্রাণে
সদর্পে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে,
মুক্তিকামী জনতার এই ভয়াল দিনে;
আমি কারাবাস চাইনি, আমাকে মুক্তি দাও।
অবিরত
কাঁদায় আমায়
মৃতদের অশরীরী আত্মায়
স্বপনে জাগরণে শুধুই জ্বালায়,
জীবন্ত প্রাণ রেখে নির্যাতনের দোলায়;
আমি নির্বাসন চাইনি, আমাকে মৃত্যু দাও।
Subscribe
Login
0 Comments
Oldest