আমি এক মৃত নাগরিক
এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে
আজন্ম যে পথে আমি হেঁটে চলেছি
তার কোনো গন্তব্যের সীমানা নেই
আমি এক মৃত নাগরিক বলে।
হাতের ওপরে যে বিষ বৃক্ষ আমার জন্মেছে
তার ফুল ফল ঝরে পড়ছে হৃদয়ে
ভালোবাসার শহর ক্রমে ক্রমে দূরে যাচ্ছে সরে
স্মৃতির অর্বাচীনের পাতা থেকে।
আমি এক মৃত নাগরিক
সভ্যতা থেকে আজ বহুদূরে।
কালো মেঘ জমে জমে হয়ে যায় নস্টালজিক
কলমের আঘাতে দার্শনিকরা সব মৃত
কেননা আমি এক মৃত নাগরিক বলে।
বদলে গেছে পৃথিবীর মানচিত্র
শতাব্দীর বুকে জন্মের উৎসবিন্দু হতে
এই পৃথিবীর প্রথম আলো দেখা
সত্যিই এক আশ্চার্য জনক মনে হয়
আর তার চেয়ে এই বেঁচে থাকা
আশ্চর্য জনক মনে হয়
আমি এক মৃত নাগরিক বলে।