আমি যেন পাখি
আমি আকাশ পথে উড়তে চাই,
ভর করে মোর ডানায় ।
কোথায় আছে মোর ডানা ?
আমার তা নেই জানা ।
তাই তাকিয়ে থাকি মেঘের পানে,
ভাবি, চলছি যেন আকাশ যানে ।
অপলক চোখে তাকিয়ে থাকি,
গান গায়, ভাবি আমি পাখি ।
কল্পনা যায় অনেক দূরে,
চাঁদ তারাদের ঐ ঐ পাড়ে ।
সব দিকে ঘুরে মন,
ফিরে পায় আবার এই ভুবন ।।
Subscribe
Login
0 Comments
Oldest