~ একদিন দেখা হবে ~

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একদিন দেখা হবে,
একদিন হঠাৎ করে তোমার সাথে দেখা হবে!
দেখা হবে ব্যস্ত কোনো এক সড়কে;
তুমি তৃষ্ণার্ত দৃষ্টিতে আমার দিকে কয়েকবার তাকাবে,
আর আমি ক্লান্ত চোখে বায়ুপ্রবাহে-
হাজার প্রশ্ন তোমায় পাঠাব এক সেকেন্ডে।
তুমি সব প্রশ্ন পড়ে শেষ করার আগেই,
কেউ একজন তোমার হাত ধরে
টেনে সামনের দিকে নিয়ে যাবে।
আবার হারিয়ে যাবে তুমি;
দৃষ্টি থেকে মুছে যাবে তুমি,
ঠিক যেভাবে মুছে গিয়েছ জীবন থেকে।




রচিত: ১৩ মার্চ ২০২৩ ইং, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

0

Publication author

0
একজন আধুনিক তরুণ কবি ও লেখক; বিজ্ঞান, দর্শন ও মুক্তচর্চায় সুস্থির, সংস্কৃতি প্রেমী। তার কাব্যগ্রন্থ: ক্রুদ্ধ আগ্নেয়গিরি, জীবিত লাশের চিরকুট, কে আমি?; ছোট-গল্পগ্রন্থ: ভিকি শিকি পিংকি (শিশুতোষ)। তার লেখায় বিশেষ গুরুত্ব পায় জীবনমুখী অনন্ত চিন্তাধারা
Comments: 0Publics: 5Registration: 16-09-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।