এখানে, ওখানে
ওখানে ঝড় নামল যখন,
এখানে ঝরে বৃষ্টি।
ওখানে যখন উথলে ওঠে,
এখানে তখন শান্তি।
এখানে যখন একলা বিকেল,
ওখানে তখন সন্ধ্যে,
এখানে বাজে কাঁসর ঘন্টা,
ওখানে তখন শাঁখের ফুঁয়ে।
ওখানে বাঁচা ভালোবাসায়,
এখানে একা নির্জনে।
ওখানে মুখ আলোয় ভরা,
এখানে জল দুচোখে।
এখানে, হঠাৎ পড়ল মনে,
ওখানে, মন যত্নে থাকে,
এখানে আবার কবে আসবে?
ওখানে বিদায় স্মৃতির পটে।
ওখানে একটা বুকের ব্যাথা,
এখানে হাসি কান্না বুজে।
ওখানে কেন হারিয়ে গেলে?
এখানে বোধহয়, নিজের ভুলে।
এখানে যদি আগের মত,
ওখানে, স্থির জীবন বওয়া,
এখানে আবেশ, প্রথম দেখায়,
ওখানে ইচ্ছে, তার ভাল থাকা।
ওখানে চলা, বেসামাল হয়,
এখানে জীবন স্বস্তির নয়,
ওখানে আবার মনে করা,
এখানে চায় ভুলে থাকায়।
এখানে ইচ্ছে, সুখে থাকুক,
ওখানে, দুঃখে ভরা জীবন,
দুজনের সুখ, দুজনের বাঁচায়,
প্রেমের নাম হয়, আর এক জীবন।