তোমার অপেক্ষাতে – আহমেত কামাল
প্রতিদিন ই ভাবি,,
ভাবতে ভাবতে,, ভাবনা হলে
আমিও এক নদী।
জলের থৈথৈ – এ সাঁতরে বেড়ায় সাঁওতালি হাঁস,গাঙচিলেরা।
তার কোথাও তুমি নেই। এ জন্মে
আমার আর ঘরে ফেরা হয়না!
অপেক্ষার মতোই
পড়ে থাকি,,
ঘাসেদের জীবন ধরে।
Subscribe
Login
0 Comments
Oldest