কলেজ জীবন নতুবা মাজদিয়া
জীবন মানে বেড়ে ওঠা, নতুন কিছুর সমাধান
প্রাণের স্পন্দনে বন্ধুদের নিমন্ত্রণ;-
এখানে মাজদিয়া কলেজ
মাথার উপর নীলাকাশ
প্রাকৃতিক সৌন্দর্য জন্ম লয়
নক্ষত্রেরা হারিয়ে গিয়েও খুঁজে পায় পথ।
যারা স্কুল জীবন পার করে
এসেছিল মাজদিয়া শহরের পথে
তাঁহারাও খুঁজে নেয় কলেজের করিডর।
আমার উপলব্ধিতে জেগে ওঠে
লক্ষ যুগের স্তব্ধ হয়ে যাওয়া ভাবনা
কেননা এখনো আমরা ছাএ
মানুষের কাহিনীর ভিড়ে বিন্দুমাত্র আলো।
স্কুল জীবন পার করে এসেছি সবাই কলেজের প্রান্তরে
হয়তো আদিকালের বাসনাতে নতুবা সমাজের অঙ্গীকারে;-
স্পষ্ট হতে জীবনের পথ
কেউবা পাবে আলোর সন্ধান
আবার কেউবা হারাবে স্থান!
যদি কয়েক বছর আগের কাহিনীতে
উঠে আসে স্কুল জীবনের স্মৃতি
তবুও কলেজ জীবন বহু মূল্যবান সংকল্প
জীবন গড়ার অধ্যায়।
থাকুক না অতীতের হাজারো স্মৃতি
তবুও বর্তমানকেই মান্যতা দিতে হয়-
বর্তমানই দিতে পারে উজ্জ্বল চলার পথ
আবার ভুলবশত নিতে হয় অন্ধকার “কালের” পাহাড়।
ইতিবৃত্ত সময়ের ব্যবধান
হৃদয়ের ক্যানভাসের পারাপার
নীলিমা নীহারিকা ব্যথিত লুন্ঠন
নিশিতে জেগে ওঠে ছাএ জীবনের অধ্যায়।
বাস্তবের কারাগারে—
নেমেছিল জনতার ঢল মাজদিয়ার পথে
কোনো এক দুপুরে রহস্যের চাঞ্চল্য
চোখে তাঁদের জ্বলে উঠেছিল রাজনীতির বাকযুদ্ধ।
অতীত স্তব্ধ নির্বাক অবিচল স্মৃতির পাতা
যুদ্ধ জয়ের নতুন মানচিত্র
শতাব্দীর বীরচিএ মাজদিয়া জাগ্রত স্বতন্ত্র।
আমার চিরকাল প্রিয় মিশরের পিরামিড,
প্যারিসের আইফেল টাওয়ার কিংবা
লন্ডনের টেমস নদীটানেল-
জানিনা কোনোদিন দেখিতে পাবো কি!
কিন্তু আমি মাজদিয়া শহরকে জেনেছি
যুগান্তরের নক্ষত্রের স্মৃতির মন্দির।
শেষ বিকেলের শেষ প্রহরে
কোনো এক সময় মনে হয় যেন্
আমি লক্ষ জন্ম ধরে এই শহরকেই জেনেছি
আর জেনেছি মানুষের বিরুদ্ধাচারণ।
থেমে যায় মুহূর্ত থেমে যায় শতাব্দী
কলেজ কিংবা পুরো ছাএজীবন
এভাবেই গড়ে উঠবে জীবনী।।