কালো মেয়েটা
পিতৃহারা কালো মেয়েটার
না আছে অর্থ, না আছে গল্প
দুবেলা দুমুঠো অন্ন জোটাতে
লোকের ঘরে সারাটা দিন
বাসন মাজা , কাপড় কাচা,
রুগ্ন মা অপেক্ষায় থাকে
মেয়ে এলে
নিজে খাবে, খাওয়াবে তাকে ।
যে বয়সে স্কুলে পড়ার কথা
তখন থেকেই ওর কাজ শেখা,
সাজ-সজ্জা ঘোরা-ফেরা
হাসি-স্ফূর্তি না হয় দু’টো
মনের কথা
বলবে কাকে?
বন্ধু-বান্ধবী
সে তো অনেক ছোটো তে
খেলতো যারা।
ঘরে ফিরে শান্তি নেই যে
অনেক কাজ এখনো হয়নি সারা,
অসহায় কালো মেয়েটা
আজ বড় হয়েছে তবু নেই কোনো
চাওয়া নেই পাওয়া।
বৃষ্টি হলে জলে ভিজে
মা-মেয়েতে কুঁড়েঘরে
দেখতে খারাপ কালো মেয়েটা
আদর করে মাকে জড়িয়ে ধরে।
ভাবনাতে নেই কোনো কিছুই
সকাল হলেই কাজে যাওয়া
ওর জীবনের বড় পাওয়া
রুগ্ন মায়ের স্বার্থহীন ভালোবাসা।