চিহ্ন
চিহ্ন
-ভাস্কর পাল
বইয়ের ভাজে ভাজে পাতার মাঝে মাঝে
কত চিহ্নিত সব অজানা চিহ্ন
সময়ের সাথে সাথে উদ্দেশ্য বদলে হয়েছে সবই ভিন্ন,
কোন সুদূরে ভাসিয়ে আসা কত না গোপন ভাষা
কোথাও চিহ্ন বহিছে দূরে, শহরের এই ব্যাস্ত ভিড়ে।
অজানা মুহূর্তরা ভেসে গেছে স্রোতে সবই
চিহ্নিত ছাপ বালুচরে রয়েছে চুপিচুপি,
পত্র গুলো জীর্ণ খুবই, শুষ্ক শীতল প্রলেপ।
চিহ্নিত থাক চিহ্ন গুলি ধূলির নীচে সতেজ।
আবার কোথাও ফিরে পাওয়া, কিংবা কোথাও স্থির
জীবন যেন যুদ্ধ চায়, থাকে না তো ধীর।
অজস্র বেগে ছুটতে থাকুক স্বপ্ন গুলো রোজই
মুহূর্তরা থাকুক বন্দি, জীবন যে এক কঠিন সন্ধি।
চিহ্ন গুলো বলছে কথা ফেলে আসা সেই দিনের স্মৃতি
সময় চলেছে ঝড়ের বেগে কেবল ঝাঁপসা অতীত
নিজের সাথেই নিজের দ্বন্দ্ব, মুহূর্তটা স্বল্প
কল্পনাতেই অজানা হয়েই থাকুক স্মৃতি চিহ্ন।
খামে ভরা স্তব্ধ কথা অচিরেই হচ্ছে শেষ
দিনের শেষে রাতের শুরু রাতের শেষে দিন
একই ভাবেই বয়ে যাওয়া চিহ্ন গুলো ক্ষীণ।।