তুই
মাঝে মাঝে ইচ্ছে করে
আমিও হারিয়ে যাই শূন্যের মাঝে,
যেখানে গেলে ইচ্ছে গুলোর রং ডালা মেলতে পারে,
নিজেকে হারাতে পারি ময়ূরের সাতরঙা পেখমের প্রতিটা ভাঁজে ভাঁজে।
মাঝে মাঝে ইচ্ছে করে
জোৎসার সাদা আলোয় তোকে ভাসাই,
সমুদ্রের ঢেউয়ের তোড়ে তোকে আবার দোল খাওয়াই,
ছোট বেলার সেই কাঁধে চড়ার মতো হরহামেশাই।
মাঝে মাঝে ইচ্ছে করে
তুই আর আমি সমুদ্রতটে হেটে বেড়াই সূর্য উঠার আগেই খালি পায়ে,
কখনো কখনো চষে বেড়াই দিগন্ত জোরা ফসলের মাঠ
মেখে সূর্যের সবটুকু রোদ আমার কালো খালি গায়ে।
মাঝে মাঝে ইচ্ছে করে
তোকে দিয়ে দেই আমার আকাশের সহস্র কোটি তারা,
বিনে পয়সায় পাওয়া
বাগানের ফুটে থাকা সবকটা সাদা ফুলের চারা।
জানিস, রাতের আকাশের বিশাল চাঁদ হাসলেও
হাসিটা ধার করা।
কিন্তু ঘাসফুল যতো ছোটোই হোক
সৌরভ মনকাড়া।
২১/১০/২০