পরাধীনতা
আপনি চাইলেই আমি কবিতা হবো,গল্প হবো হবো,নতুবা উপন্যাসের শেষ পাতা।
আপনি চাইলেই আমি মেঘ হবো, আকাশ হবো,নতুবা আকাশের কাছাকাছি কোন বিশাল পাহাড়।
আপনি চাইলেই আমি গোলাপ হবো,রজনীগন্ধা হবো,নতুবা বসন্তের সবুজ কুড়ি।
আপনি চাইলেই আমি চাঁদের আলো হবো,অন্ধকার হবো, নতুবা শিশির ভেজা মধ্যরাত।
আপনি চাইলেই আমি কাজল হবো,কপালের টিপ হবো, নতুবা নীল চুড়ি।
আপনি চাইলেই আমি নদী হবো,সাগর হবো,নতুবা দক্ষিনের সব সমুদ্র সৈকত।
আপনি চাইলেই আমি বসন্তের কোকিল হবো,সবুজ বন হবো, নতুবা সাদা বক।
আপনি চাইলেই আমি আপনার হবো,আপনার প্রেমিক হবো, নতুবা আপনার সকল দূঃখ চুকিয়ে দিবো।
আপনি চাইলেই আপনার সকল ছেলেমানুষি মেনে নিবো,জনম পেরিয়ের জনমের জন্য অপেক্ষা,নতুবা শেষের কবিতা হবো।