পিরিতি সিনিমা
কোনো সম্পর্কই কুৎসা হয় না নিজে থেকে
নাম বা সুনাম পেতে সম্পর্কের দায় নেই কোনো
এত কিছু জান বোঝো আর এটুকু বোঝো না!
হৃদয়ের অন্দরে মিডিয়াকে আনা কেন ডেকে?
কে না জানে ভালোবাসা কক্ষনো কষে না হিসেব
কে না জানে প্রেম নয় কোনো মাসে বৈশাখী ঝড়
তাও নিজেদের মাঝে চালু চ্যানেল ডেকে আন কেন?
সে কী দেখাবে দুনিয়াকে, তাও কী আমি বলে দেব!
দেখিয়ে দেবে তোমাদের নীতিহীনতা, দেখাবে
বিশ্বাস ভাঙা
সে দেখাবে তোমাদের উৎকট বিলাস অবশ্য শোভন মোড়কে
যেভাবে দেখাবে তাতে তোমাদেরও সায় আছে
হয়তো বা!
তোমাদের সব ধন আছে নেই শুধু আস্থার ডাঙা।
তোমাদের ভালোবাসা, অস্থিরতা, পুরনো বাঁধনের নতুন গরল
একে একে বার হয় ধারাভাষ্য সহ, দুনিয়া হজমির মতো খায়
তোমাদেরই সম্মতি নিয়ে মিডিয়া সামনে আনে গোপনতা
তারিফ করবে না কেউ, সমাজ নয় অতটা সরল।
তোমরাই জানো ভালোবাসার শোভন অশোভন সীমানা
তোমরাই ভালো চেন পরস্পরের ভালোবাসা, লোভ
এ দুনিয়া মোটে অত গভীরে ঘাঁটতে যাবে না
তোমাদের পিরিতি তার কাছে মোটা দাগের সিনিমা।