বিকেল বেলার পাখি
বিকেল বেলার পাখি
হাকিকুর রহমান
এই যে আসা, এই যে যাওয়া
এরই মাঝে ভবসাগরে
কোন সে তরী বাওয়া-
ভর লহরীর তালে তালে
সুরটা ধরে
সমুখ পানে যাওয়া।।
এ যেন কোন বিকেল বেলার পাখি
ফুড়ুৎ করে যাবে উড়ে, বুঁজলে দু’টি আঁখি।
তবুও আবার পথের মাঝে অবাক চোখে
একটু থামা, একটু চাওয়া।।
সাঁঝ বেলাকার আঁধার ঘরে
অন্ধ প্রদীপ রইলো পড়ে-
স্বপ্নগুলো সাজিয়ে রেখে,
উল্টোপথের আহ্বানে
নতুন সুরে গাওয়া।।
Subscribe
Login
0 Comments
Oldest