বিধ্বস্ত স্বাধীনতা
আমি মাটির পাঁচিলে লেখা স্বাধীনতা দেখেছি,
সদ্যোজাত শিশুর রক্তে লেখা স্বাধীনতা ;
আমি দেখেছি AK- 47 এর গুলিতে পথচারীর দেহ থেকে
টপটপ করে ঝরে যেতে, রক্তঝরা স্বাধীনতা!
আমি দেখেছি,প্রতিটি কুমারীর চোখে বিভীষিকায় –
বিধবার কাতর হাহাকারে,
সীমহীন ভয় ও বেদনায় বিমূর্ত স্বাধীনতা।
আমি ক্ষয়ষ্ণু দেহ থেকে স্বাধীনতার সঙ্গীত শুনেছি,
শিরশ্ছেদ করা আত্মাদের কন্ঠে গাওয়া ।
আমি দেখেছি বেসামরিক বিক্ষোভ ও রাজনৈতিক প্রতিবাদে
গ্রেনেডের-বিস্ফোরণে বিদগ্ধ স্বাধীনতাকে।
আমি দেখেছি গণতন্ত্রের সিংহাসন থেকে একনায়কদের
অপসারণ করতে না-পারা ব্যর্থ স্বাধীনতাকে।
আমি এসব রক্তপাত দেখে বলেছিলাম ,
“স্বাধীনতা, এবার তোমার ঐশর্যময় শক্তি দেখাও”
অত:পর ডুবে যাওয়া বিভ্রান্ত ছায়ার মতো স্বাধীনতা
আমার দিকে ঘুরে বললো,”আমার শক্তির বীজ বপন করো
তোমাদের উর্বর সাহসী হৃদয়ে”।