বিধ্বস্ত স্বাধীনতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি মাটির পাঁচিলে লেখা স্বাধীনতা দেখেছি,
সদ্যোজাত শিশুর রক্তে লেখা স্বাধীনতা ;
আমি দেখেছি AK- 47 এর গুলিতে পথচারীর দেহ থেকে
টপটপ করে ঝরে যেতে, রক্তঝরা স্বাধীনতা!

আমি দেখেছি,প্রতিটি কুমারীর চোখে বিভীষিকায় –
বিধবার কাতর হাহাকারে,
সীমহীন ভয় ও বেদনায় বিমূর্ত স্বাধীনতা।

আমি ক্ষয়ষ্ণু দেহ থেকে স্বাধীনতার সঙ্গীত শুনেছি,
শিরশ্ছেদ করা আত্মাদের কন্ঠে গাওয়া ।

আমি দেখেছি বেসামরিক বিক্ষোভ ও রাজনৈতিক প্রতিবাদে
গ্রেনেডের-বিস্ফোরণে বিদগ্ধ স্বাধীনতাকে।

আমি দেখেছি গণতন্ত্রের সিংহাসন থেকে একনায়কদের
অপসারণ করতে না-পারা ব্যর্থ স্বাধীনতাকে।

আমি এসব রক্তপাত দেখে বলেছিলাম ,
“স্বাধীনতা, এবার তোমার ঐশর্যময় শক্তি দেখাও”

অত:পর ডুবে যাওয়া বিভ্রান্ত ছায়ার মতো স্বাধীনতা
আমার দিকে ঘুরে বললো,”আমার শক্তির বীজ বপন করো
তোমাদের উর্বর সাহসী হৃদয়ে”।

0

Publication author

0
কবি ইমামুল ইসলাম মুরাদ ১১ই ভাদ্র ১৪০০ বঙ্গাব্দে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে এক সম্ভ্রান্ত কোরেশী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল কোরেশী একজন কৃষক ও মাতা মিনা কোরেশী একজন গৃহিনী।
Comments: 1Publics: 5Registration: 25-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।