মনের মনিকোঠায়
মনের মনিকোঠায়..
২০/০১/২০২২
মন! বড়ই বিচিত্র সে..
ছোট্ট একখানি চিলেকোঠার মত ঘর যেন,
যার দুপাশ বেয়ে নেমে গেছে ব্যার্থতা ও প্রাপ্তি।
এই দুয়ের সঙ্গে আমার ভাব অফুরন্ত
যখন দুঃসময় আসে ,যখন গভীর কালো ছায়া আসে..
চিলেকোঠার রং হয় রক্ত বর্ন!
তখন , ঠিক তখন মনের মনিকোঠায় উঁকি দেয় ব্যার্থতা।
না,না! শুধু সেই যে তেমন কিছু নয়!
বৃষ্টির শেষে আসা আলোর ঝলকানির মত প্রাপ্তি ও
কখনও কখনও আসে!
তবে সেই সুখকর মুহুর্ত বড়ই কম ..
আসলে, দুঃখ, দুরাশায় মত প্রাপ্তিকে আর মন টানে না।
এখন চোখের সামনে আলো দেখলে বড্ড ভয় হয়,
এই বুঝি নেমে এলো গভীর অরন্যের কোন জমা অবিশ্বাস।
মনের মাঝে কত যে কথা , কবিতা, কাব্য জমা আছে..
কিছুই আর তা প্রকাশ করা হয়নি।
হয়নি বলতে! আসলেই হয়ে ওঠেনি কখনো..
নিজের মধ্যে লুকিয়ে লুকিয়ে ওরা সব পাথর,
ওরা নির্জিব হয়ে আছে বহু যুগ ধরে।
খোলা মাঠের মধ্যে একা বিষন্ন মন নিয়ে দাঁড়িয়ে থাকা..
কাক তারুয়ার মতন,নিভু নিভু চোখে ওরা আমাকে দেখে।
কিন্তু,নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে পারে না।
হয়তো আমি ,কিংবা এই সমাজের কিছু বাঁধা নিয়ম কানুন..
যে কারনেই হোক! মনের মনিকোঠায় সবাই আবদ্ধ,
এই আমি ও বন্ধ হয়ে আছি।
বন্ধক রেখেছি!আমার যত কল্পনা , স্বপ্ন , স্মৃতি..
আগে,এত কিছু থেকেও যেন কিছুই ছিল না আমার।
এই মুহূর্তে কত কী নেই জেনেও,যেন ভরসা একটাই..
মনটা ভরে আছে এই ভেবে!
বিশৃংখল ভাবে তিলে তিলে ভরে যাওয়া ..
মনের মনিকোঠায় আজ অসহ্য যন্ত্রনা।
থেকে থেকে,কেউ যেন চিৎকার করে উঠে!
আহত পাখির মত ডানা ঝাপটায় উচ্চতরে..
আমি কান পেতে শুনি.।
বুঝতে পারি ,এই চিৎকার বহুকাল ধরে জমা আঁধারের..
মনের মনিকোঠায় বাড়ন্ত ছাইয়ে আজ আগুন জ্বলছে..
কে জানে,এই আগুন হয়তো সব ছারখার করে দেবে।
নয়তো! আমি হঠাৎ শান্ত হয়ে যাবো ঠিক..
শহরের ধারে বয়ে চলে নদীর মতন।
যার মনের মধ্যেও কত কী জমা আছে..
তবুও সে কতটা শান্ত ,স্নিগ্ধ..
#মন_সায়রের_পাড়ে
#সুমিত_দরানী