যেমনটা
এক একটা ঠিকানা নয়ত,প্রায় সঠিক মূল্যবোধের কাছে নিজেকে নিয়ে যেয়ো না।
খুব কাছাকাছি না হলেও,ঠিকই বহুদরে বা, বহুমেলামেশার কাছে,বহুরূপে হেরে যায় তারা,হয়ত ভুলে যায়।
যেমনটা -?
যেমনটা না দেওয়া মূল্যের দরে বেঁচে দিতে চায়,
কখনও খুব একা ছুঁটে চলে,কখনও সবাই–
যেমনটা ছুঁটতে চাও তুমি–!
প্রয়োজনে দরকারিতার শ্রেষ্ঠত্বের ছাপ দেয়-
ঠিক একদিন এই ছাপের শ্রেষ্ঠত্ব প্রমানে, দেওয়া হয়েছিল সেরা পুরস্কার “বন্ধুত্বের”
যেমনটা চেয়েছিলে তুমি-।
কখনও,সেই ফেলে রাখা না হয়ওা,
অনেকটা বন্ধ হওয়া কথোপকথন।
যেমনটা অ্যাসট্রেতে ফেলে রাখা আধপোঁড়া সিগারেটের মত।
যেমনটা ভাবিনি আমি!!
দুরত্বের মাঝামাঝি কিছু রেখে যাওয়া ঋণ,
আৱ কিছু হেরে যাওয়া শব্দের ভীড়ে,
নতুন সিগারেটের মত,পুঁড়িয়ে ফেলা বিক্রিত।
হয়ে থাকা ছাই—
যেমনটা পেয়েছিলাম আমি।।
Subscribe
Login
0 Comments
Oldest