রাতের আকাশের তারা
রাতের আকাশে একটি তারা জ্বলছে
খুব কাছ থেকে দেখলে মনে হয়
ব্যবচ্ছেদ হয়েছে মহাকাশ থেকে
তবুও নক্ষত্র জানে তাঁর পরিচয়।
একটি গাছ বেড়ে উঠলো দিনে দিনে
হাজারো বেদনা সহ্য করে
তবুও এভাবেই বেঁচে থাকতে হবে
না থাকা জুড়ে :
হয়তো এই না থাকায় পৌঁছে দেবে
সাফল্যের অগ্নিপথে
আমার একটি কবিতা আসমুদ্রহিমাচল পেরিয়ে
জমা হয়েছে স্মৃতির মন্দিরে।
আজো আকাশে জ্বলছে তারা
হাতের নাগালের বাইরে
চলে যেতে হয় নীল বেদনার ভাঁজে ;
হৃদয়ের ভাঁজে ভাঁজে শিল্পীর আঁকা ছবি
টের পাই পাহাড়ের দুর্গম পথ
আমার সমস্ত না থাকা জুড়ে।।
Subscribe
Login
0 Comments
Oldest