শখের শহর
একলা একা রাত জেগেছি খুব
চাঁদ জোছনার রাতের খবর কই!
বৃষ্টি ভেজা রাতের পাখি বলে –
আমিই তোমার মনের মানুষ হই।
এই তো আছি মনের কাছাকাছি
ঘুমের কাঁথায় তোমার গন্ধ মাখা,
রাত বিছানায় উঠবে না আর কেঁপে
তাই তো পাশে ভীষন জেগে থাকা।
পাহাড় নদী তোমায় ঘিরে থাকে
একলা ছেড়ে কোথায় যাব বলো!
পরাগ মাখা শখের শহরটাতে
আমার সাথেই একটু হেঁটে চলো।
এই তো আমি, তোমার বর্ণমালা
বুক জুড়ে যার নিরুত্তরের ক্ষতো,
আমিই সেই বাক্য ব্যাকরণে
চেয়ে দেখো- ঠিক তোমারই মতো।
তোমায় ছাড়া রৌদ্র ভেজে একা
ঘর বেঁধেছি তোমার খোলা চুলে,
বিষন্নতার সন্ধি ভাঙা হলে
বৃষ্টি কাঁদে হলুদ ফুলে ফুলে।
Subscribe
Login
0 Comments
Oldest