শিক্ষক
পথের প্রথম পথিক তুমি আমাদের জন্য,
ক্লাসরুমে দেখিয়েছো তুমি মোদের হাজার স্বপ্ন|
কাঁদালে, হাসালে জাগ্রত করিলে সর্বক্ষণ মোদের,
হাজার কোটি কোটি প্রণাম ভালোবাসা রইলো তাদের |
সিনেমার হিরো তুমি, প্রথম ক্রাশ আমাদের জন্য,
তোমার ভালোবাসা পেয়ে মোরা ধন্য |
Subscribe
Login
0 Comments
Oldest