স্বপ্নজাল
কিয়ৎ চোখ মুদলেই হানা দেয় ওরা,
মশা মাছির মত ভনভন করে নিউরনের আনাচে কানাচে,
লুসিড ড্রিম
আধোঘুমের স্বপ্ন,
এ গুলোকে আমি নিয়ন্ত্রন করতে পারি,
অসংখ্য স্বপ্নের মধ্যে
বেছে নিয়েছি গুটিকয়েক,
কোনটাকে স্বপ্নজাল
কোনটাকে স্বপ্নকুহক নামে ডাকি,
পাতলা নিঃশ্বাসে সাজিয়ে নেই স্বপ্নজালকে,
তোমায় রাখি বিদগ্ধ সৈকতে
ঘুমন্ত পানকৌড়ির সাথে ,
যুগল আকাশ
আর ক্ষয়ে যাওয়া কিছু জোছনা
ঝুলে থাকে তোমার অববাহিকায়,
ছেঁড়া রাতকে শুটকী মাছের মত
টানিয়ে দেই সময়ের তারে,
এক চিমটি বেদনা মিশাই
দমকা ভালোবাসার সাথে,
তুমি গেয়ে যাও জ্যামাইকান লোকগাথা
লুপ্ত স্বরলিপি থেকে,
আর আমি স্বপ্নজালকে সাজিয়ে নেই স্বপ্নজাল দিয়ে।
Subscribe
Login
0 Comments
Oldest