🔥প্রেমাগুন🔥
মৃত দেহ মোর ভাসবে যবে
তব গঙ্গার জলে।
আমার প্রেমের সুধা কাঁঠি তবে
খুঁজবে নানান ছলে।
যেদিন আমি থাকব না আর
নাম হবে মোর লাশ।
সেদিনই তুমি বুঝবে ব্যথা
শুধু করবেই হাঁসফাঁস।
ভাববে সেদিন আমার কথা,
বসবে নদীর কূলে।
নদী-কলধ্বনি করবে ভারি
তব নয়নের জলে।
নদী কূলে বসে ভাববে তুমি
হারিয়েছি মোর সাথি
যার ছিলাম আমি পরম প্রিয়,
তাকে কত না দিয়েছি ফাঁকি।
আমার চোখের যেই চাহনি
দিয়েছে তোমায় ব্যথা।
সেই ব্যথাটুকু চাইবে আবার
যবে হবে তুমি খুব একা।
শয়নগৃহে শোয়ার কালেও
খুঁজবে আমায় তুমি
পড়বে মনে তোমার জানি
সেই সে ললাট চুমি।
মোর লেখা সেই প্রেম কবিতায়
খুঁজবে সেদিন নিজেকেই।
ভাঙবে তোমার ভুলের মেলা
বেদনা পাবে তব বিবেকেই।
আবার শাখে ফুঁটবে সে ফুল
আসবে ধরায় সেই সে ফাগুন।
আমায় খুঁজে পাবে না কোথাও
জ্বলবে তোমার মনেই আগুন!!
১৪.০১.২৩
শনিবার